সোমবার, সকাল ১০:৫১
২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি,

গাজাবাসীর জন্য করণীয় নিয়ে মিজানুর রহমান আজহারীর পোস্ট

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গ করে গত ১৮ মার্চ থেকে অবরুদ্ধ গাজায় বড় আকারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গেল ২৪ ঘণ্টাও দখলদার বাহিনীর হামলায় গাজাজুড়ে কমপক্ষে ৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ১৬২ জন আহত হবার খবর পাওয়া গেছে।
গত বছরের অক্টোবর থেকে চালানো ইসরায়েলি হামলায় গাজা পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এ পুরোটা সময় ধরে আরবের কয়েকটি দেশকে যুদ্ধবিরতি প্রচেষ্টায় যুক্ত থাকা ছাড়া তেমন কোনো প্রতিরোধের ব্যবস্থা নিতে দেখা যায়নি।
যদিও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সরকারের ধ্বংসাত্মক যুদ্ধের কারণে সমস্ত মুসলিম এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে জিহাদ করার  আহ্বান জানিয়ে ফতোয়া (ধর্মীয় ফরমান) জারি করেছে বিশিষ্ট ইসলামী পণ্ডিতদের নিয়ে গঠিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স (IUMS)।
এবার গাজাবাসীর জন্য মুসলিমদের করণীয় সম্পর্কে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিশিষ্ট ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী।
রোববার (৬ মার্চ) দেয়া ওই পোস্টে আজহারী লিখেছেন, গত কয়েকদিনের ছবি এবং ভিডিও ক্লিপসগুলো দেখার পর এক অসহনীয় কষ্টকর সময় পার করছি। এর মাঝেও আমাদের করণীয় নিয়ে ভাবনা প্রয়োজন, আত্মসমালোচনার প্রয়োজন। গোটা বিশ্বজুড়ে উম্মাহ আজ অনেক সমস্যায় নিমজ্জিত যার অন্যতম কারণ হলো— জাতি হিসেবে আমাদের নিজেদের পরিচয় ভুলে যাওয়া।
ঘটনার প্রতিক্রিয়ায় শুধু প্রতিক্রিয়াশীল জাতি না হয়ে আমাদেরকে ক্রিয়াশীল জাতি হয়ে ওঠা প্রয়োজন। এর মাঝেই আমাদের মুক্তির পথ নিহিত। আমরা শুধু তাদের ব্র্যান্ডগুলো বয়কট করতে জানি কিন্তু আমাদের নিজেদের মানসম্মত কোনো ব্র্যান্ড নেই। জ্ঞান-বিজ্ঞানে উৎকর্ষতার জন্য যে ডেডিকেশন দরকার তা আমরা করতে রাজি না।
একজন মুসলিম হিসেবে শিক্ষা-গবেষণা ও পেশাদারিত্বে নিজেকে শক্ত অবস্থানে নেওয়া, যোগ্য করে গড়ে তোলা মানেই সামষ্টিকভাবে গোটা উম্মাহকে শক্তিশালী করা। এজন্যই রাসূল ﷺ বলেছেন— দুর্বল মুমিন অপেক্ষা সবল মুমিন শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে বেশি প্রিয়।
পক্ষান্তরে আমরা নানান আনপ্রোডাক্টিভ কাজে লিপ্ত থেকে সামগ্রিকভাবে গোটা উম্মাহকে দুর্বল করে চলেছি দিনের পর দিন। এভাবে চলতে থাকলে উম্মাহর সংকটময় মুহূর্তেও এই বিশাল জনসংখ্যা গুরুত্বপূর্ণ কোনো কাজে আসবে না। ঠিক যেমনটি এখন কোনো কাজে আসছে না।
আল্লাহর রাসূল ﷺ  বলেন— “’অনতিদূরে সকল বিজাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, যেমন ভোজনকারীরা ভোজপাত্রের উপর একত্রিত হয়। (এবং চারদিক থেকে ভোজন করে থাকে।)” একজন বলল, “আমরা কি তখন সংখ্যায় কম থাকব, হে আল্লাহর রাসূল?” তিনি বললেন, “বরং তখন তোমরা সংখ্যায় অনেক থাকবে। কিন্তু তোমরা হবে তরঙ্গতাড়িত আবর্জনার ন্যায় (শক্তিহীন, মূল্যহীন)।” [আবূ দাঊদ: ৪২৯৯]
Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *