ঢাকা নিউজ ডেস্ক : ২৬ মার্চ ২০২৬
শহীদ আবু সাঈদের ভাস্কর্য তৈরি করে তাঁর বিশ্বাস ও চেতনার সাথে গাদ্দারি বরদাশত করা হবে না-
বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ
আজ ২৫ মার্চ, মঙ্গলবার, রাত ১০.১৫ মিনিটে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে নববর্ষের শোভাযাত্রায় শহীদ আবু সাঈদের ভাস্কর্য তৈরির ঘোষণার তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শহীদ আবু সাঈদ নিজে ভাস্কর্য ও মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। শহীদ পরিবারের পক্ষ থেকে বারবার ভাস্কর্যসহ শরীয়ত বিরোধী যেকোন কাজ করা থেকে বিরত থাকার আহবান করা হয়েছে। আখেরাতে যেন প্রতিদান পায়, এমন কর্মসূচি পালন করার অনুরোধ জানিয়েছেন। অথচ সেরকম কিছু না করে, শহীদ আবু সাঈদ ও তাঁর পরিবারের আবেদনকে উপেক্ষা করে ভাস্কর্য তৈরির ঘোষণা দেয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, অথর্ব সাংস্কৃতিক উপদেষ্টা ও কলাবিজ্ঞানী নামক পতিত স্বৈরাচারের দোসররা আবু সাঈদের দোহাই দিয়ে হিন্দুত্ববাদের সাংস্কৃতি আবার ফিরিয়ে আনার অপচেষ্টা করছে। চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়েছে, রাজনৈতিক আধিপত্যের পাশাপাশি সাংস্কৃতিক আধিপত্যও ফিরিয়ে আনার অপচেষ্টা রুখে দেয়া হবে ইনশাআল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা আতিকুল্লাহ, মাও. শরিফুজ্জামান জসিম, হাফেজ শামসুল আলম, সহসাধারণ সম্পাদক মাওলানা কাজী সালেহ, মাওলানা ইমদাদুল্লাহ বিন ছায়েনুদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান, অফিস সম্পাদক আব্দুর রাজ্জাক,
শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা খাইরুল ইসলাম ঠাকুর যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের বায়তুল মাল সম্পাদক মুহাম্মাদ জসিমউদদীন, প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুর রহমান সজিব, প্রচার সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম প্রমুখ।
কা/ত/মা