মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বের বিভিন্ন দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পর পরই আন্তর্জাতিক বাজারে বেড়েছে সোনার দাম। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম রয়টার্স।
এতে বলা হয়েছে, ট্রাম্প নতুন এই শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার এক ঘণ্টার মধ্যে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (২৮ দশমিক ৩৫ গ্রাম) সোনার দাম হয়েছে ৩ হাজার ১২৯ দশমিক ৪৬ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৭৬ হাজার ৮৯৯ দশমিক ৩৩ টাকা)। যা আগের চেয়ে দশমিক ৬ শতাংশ বেশি।
বুধবার (২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ওয়াশিংটনের হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে নতুন শুল্ক পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প।
সেই ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিকারী সব দেশের ওপর রপ্তানিশুল্ক আরোপ করেছে তার নেতৃত্বাধীন প্রশাসন। দেশভেদে এই শুল্কের হার সর্বনিম্ন ১০ শতাংশ (বেইসলাইন ট্যারিফ) থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ।