ফিলিস্তিনে ইজরায়েলের বর্বর গণহত্যা ও ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বাদ জুমা হেফাজতে ইসলাম ঢাকা মহানগর বাইতুল মোকাররম উত্তর গেইটে বিক্ষোভ মিছিল করেছে। বক্তরা বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় অতর্কিত বিমান ও ড্রোন হামলা চালিয়ে শত শত মুসলমান ভাই-বোনকে হত্যা করেছে দখলদার ইজরায়েল। বিশ্ব মানবতার এই দুর্দিনে দলমত নির্বিশেষে মুসলিম উম্মাহকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইজরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে।