সম্প্রতি দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনায় রবিবার (৯ মার্চ) দিনব্যাপী বিক্ষোভ-আন্দোলনে উত্তাল ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।এসময় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগসহ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে অংশ নেয়। দুপুর দেড়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেন।এতে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা খানম বলেন, ‘একজন নারী হিসেবে ধর্ষণ-নিপীড়নের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে আমি সোচ্চার। মাগুরা ও গাজীপুরে সম্প্রতি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এখন কেউই নিরাপদ নয়।অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। নতুবা আমরা শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবো না। প্রয়োজনে কঠোর আন্দোলনে যাবো আমরা।’