হঠাৎ যেন থমকে যায় বাংলাদেশের ক্রিকেট। থমকে দেন তামিম ইকবাল খান। তার হার্ট অ্যাটাক যেন স্তব্ধ করে দেয় সবাইকে। উদ্বেগ আর উৎকণ্ঠায় বন্ধ হয়ে যায় বিসিবির বোর্ড সভাও। স্বয়ং প্রধান উপদেষ্টার তরফ থেকে আসে সর্বোচ্চ চিকিৎসা সেবার ঘোষণা।

তবে নতুন খবর হলো, আগের চেয়ে স্থিতিশীল অবস্থায় আছেন তামিম ইকবাল। ব্লক ধরা পড়া হার্টে বসানো হয়েছে রিং। আইসিইউ থেকে স্থানান্তর করে পাঠানো হয়েছে সিসিইউতে। তবে এখনো জ্ঞান ফিরেনি তামিমের।

সকালে বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। কিন্তু হঠাৎ বুকে ব্যথা শুরু হয় তার। তখনই তামিমকে ঢাকায় আনার পরিকল্পনা করা হয়, মাঠে আসে হেলিকপ্টারও।

কিন্তু অবস্থা বেগতিক বিধায় সেটা আর সম্ভব হয়নি, নিকটস্থ সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিমকে। নেয়া হয় আইসিইউতে, রাখা হয় লাইফ সাপোর্টে।

জানা যায়, পরপর দু’টি হার্ট অ্যাটাক হয় তামিমের। ফাইল হার্টে দেখা দেয় একাধিক ব্লকেজ। এদিকে অবস্থা বেগতিক হওয়ায় ফজিলাতুন্নেছা হাসপাতালেই রিং পরানোর উদ্যোগ নেয়া হয়।

এদিকে তামিমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ক্রিকেট মহলে উদ্বেগ তৈরি হয়। সতীর্থ ও ভক্তরা তার শিগগিরই সুস্থতার জন্য প্রার্থনায় মাতেন। সবার মাঝেই যেন দুশ্চিন্তার ছাপ।

হাসপাতালে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই নাফীস ইকবালসহ পরিবারের সদস্যরা উপস্থিত আছেন।

এদিকে তামিমের অসুস্থতার খবরে ১৯তম বোর্ড সভা স্থগিত করে বিসিবি। তামিমকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আছেন নাজমুল আবেদিন ফাহিমসহ অন্য কর্তা ব্যক্তিরাও।

তামিমের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পক্ষে উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিনের সাথে যোগাযোগ রাখছেন বলে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে জানানো হয়।